চিকিৎসকের গাফিলতিতে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু তাকে শোকজ করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের জেলা হাসপাতাল।

0
28

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চিকিৎসকের কাফিলতিতে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু তাকে শোকজ করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের জেলা হাসপাতাল। চিকিৎসক এর না হাসাদ সুবিদ।সোমবার পতিরামে শিব মন্দিরে শিবের মাথায় পরিবারের সকলের সাথে জল ঢালতে গেলে বাপরয়া টোটোর ঢাক্কায় গুরুতর আহত হলে, সেই শিশু টিকে এনে বালুরঘাটে সুপার স্পেশালিটি হাস্পাতালে ভর্তি করলে তরিঘড়ি চিকিৎসক কে খবর দিলে প্রায় দু’ঘন্টা পর পর চিকিৎসক আসে,এবং এসে চিকিৎসা করার সময় দেখতে পায় শিশু টি মৃত্যুর কলে ঢোলে পড়েছে। শিশু টির নাম সেবক শর্মা। এর পর পরিবারের লোক জন সঠিক তদন্ত ও চিকিৎসক এর শাস্তি চেয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক এর কাছে একটি লিখিত অভিযোগ করলে স্বাস্থ্য আধিকারিক তড়িঘড়ি তদন্ত শুরু করে।
তদন্তে ড:হাসান সুবিদের চিকিৎসার গাফিলতি উঠে আসে বলে জানাযানা যায়,এর পরই মুখ্য স্বাস্থ আধিকারিক অই চিকিৎসক হাসান সুবিধ কে সাসপেন্ড করেন বলে যানান সুদীপ দাস।