বামনগোলা–আর জি কর কান্ডের প্রতিবাদে এসইউসিআই-এর ১২ ঘন্টার বাংলা বনধে আংশিক প্রভাব পড়ল মালদার হবিবপুর,বামনগোলা ব্লকে।

0
25

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বামনগোলা–আর জি কর কান্ডের প্রতিবাদে এসইউসিআই-এর ১২ ঘন্টার বাংলা বনধে আংশিক প্রভাব পড়ল মালদার হবিবপুর,বামনগোলা ব্লকে। বনধের জেরে শুক্রবার সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কে বেসরকারি বাস চলাচল না করলেও,ছোট ছোট যান যানবাহন চলাচল করতে দেখা যায়। ‘গ্রামীণ এলাকায় আংশিক দোকানপাট বন্ধ থাকলেও, পাকুয়াহাট এলাকায় দোকান, হাট-বাজার খোলা রয়েছে। বেসরকারি বাস চলাচল না করায় মানুষজন অটো, টোটো সহ বিভিন্ন ছোটো ছোটো গাড়িতে চেপে যাতায়াত করতে হছে ।এস ইউ সি আই ডাকা ১২ ঘন্টা বন্ধের হবিবপুর ব্লকের প্রভাব না পড়লেও সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মধ্যে পড়েছে আইহো,কেন্দপুকুর,পাকুয়াহাট সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কেউ গাড়ি ছাদে চেপে কেউ বা ভুটভুটি ভ্যানে চেপে পাড়ি দিচ্ছেন নিজের গন্তব্যস্থলে। যদিও বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কের সমস্যার মুখে সাধারণ যাত্রীরা।