শুক্রবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল হরিশ্চন্দ্রপুর দক্ষিনী যুগদর্শী ক্লাবের পুজো প্রস্তুতি।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ঢাকে কাঠি পরে গেল!বেজে গেল পুজোর বাদ্যি! শুক্রবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল হরিশ্চন্দ্রপুর দক্ষিনী যুগদর্শী ক্লাবের পুজো প্রস্তুতি।হাতে গুনে বাকি আর মাত্র ৫৩ টা দিন।এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।এবারে ৩৭ তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো।প্রতিবছর দর্শকদের একের পর এক নতুন থিমের আকর্ষণীয় পূজা উপহার দিয়ে থাকেন এই ক্লাব।এ বছর প্রায় ১২ লক্ষ টাকার বাজেটের উপর প্রস্তুত করা হবে দক্ষিনী যুগদর্শী ক্লাবের পূজার থিম।থিম হিসেবে তুলে ধরা হবে ‘বাংলা মোদের গর্ব’
অর্থাৎ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য।ক্লাবের সম্পাদক মানিক দাস বলেন,১৯৮৮ সাল থেকে হয়ে আসছে এই পুজো।পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে পুজো ও উৎসব।বাংলা-বিহারের লক্ষাধিক মানুষ এই পুজো দেখতে আসেন।বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।হারিয়ে যাওয়া সেই সব সংস্কৃতি ও ঐতিহ্য প্যান্ডেলের মধ্যে তুলি দিয়ে ফুটিয়ে তোলা হবে।