আই এম এ-র ডাকা দেশজুড়ে কর্মবিরতিতে অন্য ছবি মালদহে জেলায়।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আই এম এ-র ডাকা দেশজুড়ে কর্মবিরতিতে অন্য ছবি মালদহে জেলায়। হাসপাতালের আউটডোর ও ইনডোর পরিষেবা এবং ব্যক্তিগত চেম্বার চালু রেখেছেন চিকিৎসকরা। এর আগেই গত বৃহস্পতিবার মালদহে কর্মবিরতি পালন করেছিলেন জেলার চিকিৎসকরা। এই কারণেই আজ আই এম এ-র কর্মবিরতিকে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগী স্বার্থে পরিষেবা চালুর সিদ্ধান্ত। মালদহ মেডিকেল কলেজে আউটডোরের বিভিন্ন বিভাগের সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছবি। টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন ওপিডি বিভাগে হাজির রোগী। তবে চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম ছিল। ফলে কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা পেতে হয়রানি শিকার হন রোগী এবং রোগীর আত্মীয়রা।
অন্যদিকে মালদা মেডিকেল কলেজে আজও অব্যাহত কর্মবিরতি। ধর্ষণ ও খুনের ঘটনায় মাথাদের গ্রেপ্তারের দাবি। প্রাক্তন অধ্যক্ষের হাজতবাসের দাবিতে চলছে স্লোগান। চিকিৎসক মৃত্যুর ঘটনায় অভিযোগ জানাননি পুলিশে, অথচ নিজের নিরাপত্তা নিয়ে কেন এতটা চিন্তিত প্রাক্তন অধ্যক্ষ? প্রশ্ন তুললেন মালদহ মেডিকেলের আন্দোলনকারীরা। রাজনীতির উর্ধ্বে ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি চলছে।