ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হেনস্তারত শ্রমিকেরা।

0
18

নিজস্ব সংবাদদাতা, মালদা :-  ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হেনস্তারত শ্রমিকেরা। ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের রতুয়া থানার লস্কর পুর এলাকায়। শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয় এই বিক্ষোভ, জাতীয় সড়কের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বিক্ষোভের শামিল হন শ্রমিকেরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ভিক্ষুককারীদের দাবি, আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে। উড়িষ্যায় আমরা কর্মরত ছিলাম সেখান থেকেই আমাদের রুটিরুজি। আমাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে মারধর করা হয়। আমরা আজ রতুয়া চাচোল এবং মালতিপুরের উড়িষ্যায় কর্মরত সমস্ত পরিযায়ী শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে।