সোমবার রাখি পূর্ণিমা, বালুরঘাট শহরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রাখি।

0
41

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী সোমবার রাখি পূর্ণিমা। তার আগে বালুরঘাট শহরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রাখি। বালুরঘাট শহরের নানা ধরণের রাখি বিক্রি হচ্ছে। রাখি পূর্ণিমার জন্য দোকানে দোকানে রাখি কেনার ধুম। প্রত্যেক বছর রাখি পূর্ণিমাকে ঘিরে বালুরঘাট শহরে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাখি বিক্রি হচ্ছে দোকানে। এবারেও দোকানে বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাখি। তবে অন্যান্য বারের তুলনায় এবারে সে ভাবে বিক্রি নেই রাখির৷ যা নিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের মধ্যে। যদিও এখনো এক দুদিন বাকি রয়েছে রাখি পূর্ণিমার। আশা করছেন এর মধ্যে বিক্রি বাড়বে।

প্রসঙ্গত, বোনেরা ভাইকে রাখি পড়িয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে। প্রত্যেক বছর দেশ জুড়ে রাখি উৎসব পালিত হয়। এবারেও সোমবার পালি হবে রাখি পূর্ণিমা উৎসব। তার আগে শহরের জোড়াব্রীজ, ডানলোপ মোড়, বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে রাখি। একটা থেকে একশো টাকার রাখি বিক্রি হচ্ছে। সেই রাখি কেনার ভিড় রয়েছে দোকানে দোকানে। যদিও এবারে বিক্রি কম বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন।