পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে , চিকিৎসক, আইনজীবী সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এবার নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন হ্যামিলটন হাই স্কুলের ছাত্র ও শিক্ষকরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ইতিহাস বিজড়িত এই হ্যামিলটন স্কুলে এক সময় পড়াশোনা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। আর আজ সেই স্কুলের প্রায় ১২ ছাত্র সামিল হলো বিক্ষোভ মিছিলে। তাদের স্লোগান ছিল আমার দিদির দোষীদের শাস্তি চাই। বুধবার বিকেলে তমলুকের হ্যামিল্টন হাই স্কুল থেকে মিছিল শুরু হয় সারা শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে শহীদ মূর্তির পাদদেশ থেকে ফের তমলুক হাইস্কুলের সামনে দিয়ে হ্যামিল্টন হাইস্কুলে গিয়ে মিছিল শেষ হয়। ছাত্রছাত্রীরা ছাড়াও এদিনের মিছিলে পা মেলান স্কুলের সমস্ত শিক্ষক ও কর্মীরাও। এই ধরনের ঘটনায় ছাত্রদের এগিয়ে আসতে হবে আগামী দিনে এইসব ছাত্ররাই চিকিৎসক,মেডিকেল কর্মীসহ বিভিন্ন জায়গায় কাজ করবে ফলে এই মিছিল থেকে সমাজে একটাই বার্তা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আগামী দিনে নিরাপত্তা সরকারকে সুনিশ্চিত করতে হবে, এমনটাই জানান স্কুলের শিক্ষক অপূর্ব মিশ্র।
Home রাজ্য দক্ষিণ বাংলা আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নামলো...