দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা করলাম সমিতির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ জেলা প্রশাসনিক ভবনের সামনে। তাদের দাবি চারলারের সবজির দাম সময় মত দেওয়া হয় না এছাড়াও আইসিডিএস এর অধিকাংশ কাজ মোবাইল থেকে করা বাধ্যতামূলক করা হয়েছে অথচ তাদেরকে এখনো পর্যন্ত মোবাইল প্রদান করা হয়নি। তারা শুনেছেন মোবাইলের দামের টাকা জেলা প্রশাসনের কাছে এসে তা ফিরে গিয়েছে। জেলা প্রশাসন এই বিষয়ে আরো নজর দিন এই দাবিতে তাদের বিক্ষোভ।
Home রাজ্য উত্তর বাংলা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা করলাম সমিতির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ জেলা প্রশাসনিক...