মৌমিতা দেবনাথ : ঊষসী মুখোপাধ্যায়।

0
15

কদিন ধরে খবর শুনে
ভীষণ খারাপ মনটা।
কোথায় আমার হারিয়ে গেল
আর.জি. করের বোনটা।।
সেও তো কারও দিদি ছিল
কিংবা কারও মাসি।
সেও রাখি পরিয়ে দিতো
মুখ ভরা তার হাঁসি।।
তোমার মতো মেয়েরা তো
মরেও নাহি মরে।
করতে তুমি দেশের সেবা
ওই যে আর.জি. করে।।
তোমায় মারার কারণটা কি!
পাইনা খুঁজে মনে।
মরেও তুমি থাকবে বেঁচে
জনগণের প্রাণে।।
তোমায় যারা মারল,তারা
মনুষ্য রূপ পশু।
তুমি বেঁচে থাকো,যেমন আছেন
সুভাষচন্দ্র বসু।।

মৌমিতা দেবনাথ : ঊষসী মুখোপাধ্যায়।
(দশম শ্রেণী)
স্কুল-শিপতাই মহুলা সতীরঞন বিদ্যামন্দির।