কোলাঘাটের সমস্ত দুর্গোৎসবের কমিটিদের নিয়ে BDO অফিসের সভাকক্ষে সরকারি গাইডলাইন বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন ।

0
14

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাতেগোনা আর কয়েক সপ্তাহ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,আর এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা রাজ্য জুড়ে,কোথাও কোথাও খুঁটিপূজো সম্পন্ন করে শুরু হয়েছে মণ্ডপ তৈরীর কাজ, পাশাপাশি চরম ব্যস্ততার মধ্যে রয়েছে মৃৎশিল্পীরা, এই মত অবস্থায় সরকারি বিভিন্ন গাইডলাইন মেনে দুর্গোৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিডিও অফিসের সভাকক্ষে কোলাঘাটের সমস্ত দুর্গোৎসব কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন BDO,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পুলিশ প্রশাসন, মূলত এই আলোচনা সভায় সরকারি বিভিন্ন গাইডলাইন যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে মন্ডপকে রক্ষা করার লক্ষ্যে মন্ডপের কাঠামো শক্ত করা, যাতে কোন দুর্ঘটনা না ঘটে শর্ট সার্কিটের কারণে তার জন্য সুদক্ষ বৈদ্যুতিক কর্মী দিয়ে বৈদ্যুতিক কাজ করাতে হবে, দুর্গোৎসবকে ঘিরে যাতে যানজটের না সৃষ্টি হয় তার জন্য পুজো কমিটিদের নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে,অগ্নি নির্বাপকের ব্যবস্থায় রাখতে হবে, পাশাপাশি বর্তমান সময়ে বাল্যবিবাহ সহ বিভিন্ন সমাজসেবক মূলক বিষয় নি সাধারণ মানুষকে সচেতন করতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, এমনটাই বার্তা দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে।