পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-গর্ভবতী হাতির কি দোষ ছিল ? বন দপ্তর জবাব দাও।
এই স্লোগান তুলে প্রতিবাদ মিছিলে সামিল পশু প্রেমী সংস্থা ও পশু প্রেমীরা।
উলেখ্য গত ১৪ই আগস্ট ঝাড়গ্রামে হুলাপার্টির বল্লমের আগাতে আক্রন্ত হয় একটি গর্ভবতী হাতি। তার পর হাতিটির চিকিৎসা চলাকালীন গত ১৭ আগস্ট মৃত্যু হয় ।
মূলত এই প্রসঙ্গেই আজকের এই প্রতিবাদ মিছিলে শহর বর্ধমানে পশু প্রেমী সংস্থা বর্ধমান সোসাইটি ফর এনিমেল লাভার ওয়েলফ্যারেরে সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হয়।
সঙ্গে ছিলেন অন্যান্য পশু প্রেমী সংগঠন ও কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের পড়ুয়ারা ও প্রধান শিক্ষক। এমনটাই জানিয়েছেন বর্ধমান সোসাইটি ফর এনিমেল লাভার ওয়েলফ্যারেরে সদস্য শীর্ষেন্দু সাধু
এই প্রতিবাদ মিছিলটি বর্ধমানের বোরহাট থেকে শুরু করে রাজবাটী, এবং সেখান থেকে রমনা বাগান -এ গিয়ে শেষ করে, DFO এর কাছে ডেপুটেশন দেওয়া হবে । গর্ববতী হাতি হত্যার সঙ্গে যুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, মূলত এই দাবিতেই ডেপুটেশন বলে জানিয়েছেন বর্ধমান সোসাইটি ফর এনিমেল লাভার ওয়েলফ্যারেরে সদস্য অর্ণব দাস।