দীর্ঘদিন ধরে ছিল মেট্রোর রাস্তা, নতুন সংযোজন হওয়ার পরে এই প্রথম ওই রাস্তা ওই রাস্তা পাকা করলো বালুরঘাট পৌরসভা।

0
6

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত 13 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে ছিল মেট্রোর রাস্তা। নতুন সংযোজন হওয়ার পরে এই প্রথম ওই রাস্তা ওই রাস্তা পাকা করলো বালুরঘাট পৌরসভা। জানা যায় ওই ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্তর উদ্যোগে বালুরঘাট পৌরসভার সহযোগিতায় রাস্তাটি রোড করা হল বলে জানান চেয়ারম্যান অশোক মিত্র। চলতি বছরে নদীয়াপাড়া এলাকা টি পৌরসভা অন্তর্ভুক্ত হয়। এতদিন পঞ্চায়েতের মধ্যে ছিল ফলে সেখানকার তা ঘাটে কোন উন্নতি হয়নি। পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার পরেই এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে নানান রকম উন্নয়ন করার উদ্যোগ নিয়ে দাও পৌরসভা। সেই মোতাবেক রাস্তাটি পূর্ণ হওয়ার পর পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি জানান, দিয়ে ডিপির ফান্ড থেকে টাকা নিয়ে ওই এলাকার রাস্তা কাজে লাগানো হয়। ওই রাস্তা হওয়ায় খুশি বেলাইন এর জন সাধারণ।