বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা।

0
12

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ২২ আগস্ট: গতকালই আরজিকরের ঘটনায় বিচার ও বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই বিক্ষোভের পর বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। পরিদর্শন শেষে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয় যে দশ তলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে যে যে ঘর গুলো অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলি তালা বন্ধ করে দেওয়া হবে। মহিলা ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় সিসিক্যামেরা বসানো। সেইসঙ্গে মহিলা পুলিশ এবং সিকিউরিটি গার্ড আরও মোতায়েন করা হবে। এছাড়াও হাসপাতালে বসবে অ্যালকোহল ডিক্টেটর মেশিন। যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।