মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন, তিন-তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান।

0
61

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন। তিন-তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। বুধবার বিকালে এমনই যোগদানের ছবি নজরে এল মালদার হরিশ্চন্দ্রপুর-২নং ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর-২নং ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই হরিশ্চন্দ্রপুর-২নং পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য আরজাউল হক, আকমল হোসেন ও আলফাজুদ্দিন কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের বক্তব্য তারা কংগ্রেসে থেকে কোন কাজ করতে পারছিলেন। তাই মানুষের কাজ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হলেন। একই দাবী করেন উপস্থিত তৃণমূল নেতৃত্বও। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।