ফালাকাটার ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করতে এসেও যোগদান করতে পারলেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া শিক্ষিকা সাথী পাল।

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করতে এসেও যোগদান করতে পারলেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া শিক্ষিকা সাথী পাল। শুক্রবার স্কুলে যোগদান করতে এলে অভিভাবকরা তাকে স্কুলে ঢুকতে বাধা দেন। গো ব্যাক স্লোগান দিয়ে শিক্ষিকাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অভিভাবকরা জানান, তারা সাথী পালকে এই বিদ্যালয়ে চাইছেন না। জানা গিয়েছে, শিক্ষিকা সাথী পাল এই বিদ্যালয়ে আগে সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অভিভাবকদের অভিযোগ, সেসময় স্কুলের পঠন পাঠন লাটে তুলে দিয়েছিলেন এই শিক্ষিকা। সেই কারণে এই শিক্ষিকাকে তারা আর এই বিদ্যালয়ে চাইছেন না।জানা গিয়েছে, সম্প্রতি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ওই প্রক্রিয়াতে অংশ গ্রহন করে সাথী পাল ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আর তার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানাতে শুরু করেছেন।