আমার প্রভাত বেলা : রাণু সরকার।

0
15

আমার প্রভাত বেলা গুলো কিভাবে কবে
খোয়া গেছে বড় বেলার আমন্ত্রণে ,
অতীত গুলো রাখা আছে হৃদয়ের মাঝে-
তারা বলেছে ছেড়ে যাবে না থাকবে
সাথে সাথে।

আমার প্রভাত তখন অতিশয় ব্যস্ত
নদীর পাড়ে সাথি দের সাথে- প্রবীণের
ডাক করে না কর্ণপাত থাকে ভয়ে ভয়ে-
বলা-কওয়া করে সব প্রভাতেরা কবে
মেয়ে বেলা আহ্বান করে-
বল বল কি মজাই না হবে!

সব বেলারাই ছিলো সাথে আনন্দঘন
মাঝে মাঝে বিষাদ আড়ালে দাড়িয়ে দেখে-
এখন জীবন সন্ধ্যা পাঠালো যজ্ঞের আমন্ত্রণ
মন বলেছে যাবে সবেতো এলো আর কটাদিন থাক নৌকা রেখো ঘাটে।