আরজিকর কাণ্ড নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল কর্তৃপক্ষের অনুমতি না দেওয়ায় স্কুলের তালা লাগিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

0
109

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজি কর কাণ্ড নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় স্কুল কর্তৃপক্ষ বিক্ষোভ মিছিলের অনুমতি না দেওয়ায় স্কুলের গেটে তালা লাগিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ছাত্র-ছাত্রীরা। এইদিন ময়না থানার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভনে এই ঘটনা ঘটেছে। স্কুলের অনুমতি ছাড়াই ছাত্র-ছাত্রীরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে এলাকায় মিছিল করে। আর জি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে। তারা প্রথমে স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাদের মিছিল করতে দেওয়ার অনুমতি চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই অনুভূতি না দেওয়ায় আজ স্কুল শুরুর আগেই ছাত্র-ছাত্রীরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেয়। যাতে কেউ স্কুলে ঢুকতে না পারে এবং তারা স্কুলের সামনে থেকে মিছিল করে এলাকায় ঘোরে। তালা বন্ধ থাকায় শিক্ষক শিক্ষিকারা সহ কেউ স্কুলে ঢুকতে পাননি। এর ফলে আজ স্কুল ছুটি দিয়ে দেয়া হয় । বিদ্যালয় পর্ষদের পক্ষ থেকে স্কুল এলাকায় ছাত্রছাত্রীদের কে নিয়ে কোন রকম মিছিল করতে পারা যাবে না এই মর্মে নোটিশ জারি হয়। স্কুল কর্তৃপক্ষ মিছিলের কোন অনুমতি দেয়নি বলে স্কুলের পক্ষ থেকে জানা গেছে। কিন্তু ছাত্রছাত্রীরা সেই অনুমতি ব্যতিরেকেই এলাকায় মিছিল করে। কোন শিক্ষক শিক্ষিকা অবশ্য এই মিছিলে শামিল হননি।