দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঠিক ৮দিনের মাথায় আর,জি করের ঘটনার পর মাথা চাড়া দিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনের ডি এস পি রাত ১২টার পর বালুরঘটের জেলা হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে যান,এবং আর জি করের মত কোন পরিস্থিতি এই হাসপাতালে হয় নাকি তা ক্ষতিয়ে দেখেন।সংগে হাসপাতালে চিকিৎসা রত রোগীদের আত্মিয় পরিজনের সংগে সাথে চিতসার তদের সাথে কথা বলেন।সাথে চিকিৎসা কর্মীদের আশ্বাস দেন নতুন করে ঘটনা যাতে না ঘটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সদা তাদের পাশ আছেন।