“দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” স্লোগান তুলে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করল জেলা BJP র নেতাকর্মীরা।

0
35

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” স্লোগান তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মিছিল করল জেলা BJP র নেতাকর্মীরা। এইদিন বৃষ্টি উপেক্ষা করেই বিশাল এই মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।এইদিন কপালে কালো কাপড় বেঁধে মিছিলে পা মেলান তিনি। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত, মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা।এইদিন মিছিল শেষে কালেক্টরেট এলাকায় আয়োজিত প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন দিলীপ ঘোষ। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উনি রাস্তায় নেমে নাটক শুরু করে দিয়েছেন। নিজের সরকার, পুলিশ-প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধেই পথে নেমেছেন,এর থেকে ভালো উনি নিজেই পদত্যাগ করুন।” এরপর, জেলা কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এই ঘটনায় সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। আর তার অবসান হবে এই সরকারের অবসানের মধ্য দিয়ে।” শিক্ষা দপ্তর অনুমোদিত কর্মসূচি ছাড়া, স্কুল পড়ুয়াদের অন্য কোন কর্মসূচিতে যোগ না দেওয়া সংক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই (মাধ্যমিক)-র নির্দেশিকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তাঁর এই চাপিয়ে দেওয়া নির্দেশিকা কেউ মানবেন না!”