অন্তরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করলো মালদার পুখুরিয়া থানার পুলিশ।

0
22

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–অন্তরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করলো মালদার পুখুরিয়া থানার পুলিশ।ধৃত যুবকের নাম জসিম শেখ।কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়,গতকাল রাতে মাদক পাচারের সূত্র মারফত খবর পায় পুলিশ। এরপর থেকে জোরালো তদন্তের পক্ষে শুরু করে পুখুরিয়া থানার পুলিশ।মাদক পাচারকারীকে মোটরবাইক সহ আড়াইডাঙ্গা রানী মোড় থেকে ধরে পুলিশ।যার কাছ থেকে উদ্ধার হয়,সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার।যারা আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা আদালতে তোলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ যেটা জানতে পেরেছে, কালিয়াচক থেকে এই মাদক পাচারকারী মোটরবাইকে করে বিহারে যাওয়ার একটা ছক ছিল। উদ্ধার হওয়া মাদক বিহারে পাচার করা হতো প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। তবে পাচার চক্রে আরো কারা কারা যুক্ত তাদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন।