নেশা মুক্ত সমাজ, শরীর ও সুস্বাস্থ্য গঠন এবং পর্যটনের বিকাশকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হলো ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

0
11

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নেশা মুক্ত সমাজ, শরীর ও সুস্বাস্থ্য গঠন এবং পর্যটনের বিকাশকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হলো ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। জানা গিয়েছে,ইয়ং ইন্ডিয়ান্স এবং ফালাকাটা টাউন ক্লাব ও বেশ কয়েকটি সহযোগী সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজ থেকে ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় এবং শেষ হয় ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শাসক আর বিমলা ছিলেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নেশা মুক্ত সমাজ, শরীর ও সুস্বাস্থ্য গঠনের সামনে রেখে আমাদের এই ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ভুটান, নেপাল সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশনেন। এদিন যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় সফল হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।