পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার ভগবান কৃষ্ণের জন্ম তিথি। সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তমলুকের বর্গভীমা মন্দিরে সংস্কার ভারতীর পক্ষ থেকে গত ১৯ বছর ধরে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছরেও তার ব্যাতিক্রম হয়নি। এইদিন বিকেলে প্রতিযোগী ও ভক্তদের ভীড় ছিলো দেখার মতো। এইদিন প্রায় ৮০ জন প্রতিযোগী এই কৃষ্ণ সাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুধু তমলুক নয় জেলার হলদিয়া,পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কৃষ্ণসার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম কুড়িজন কৃষ্ণদের হাতে সোনা ও রুপোর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা জন্মাষ্টমীতে তমলুকের বর্গভীমা মন্দিরে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, উপচে পড়া মানুষের ঢ্ল।