নেই গার্ডওয়াল, প্রশাসনকে জানিও কোন সুরাহা না মেলায় বোলকুশদা গ্রামে রাস্তার পাশে নিজের উদ্যোগে গার্ডওয়াল তৈরি করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা।

0
10

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নেই কোনো কংক্রিটের গার্ডওয়াল। যেকোনো মুহূর্তেই রাস্তা ভেঙে পড়ে যেতে পারে পুকুরে। অথচ হুঁশ নেই প্রশাসনের। বার বার বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজ উদ্যোগে ও নিজের ব্যাক্তিগত টাকায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বোলকুশদা গ্রামে রাস্তার পাশে গার্ড ওয়াল তৈরী করলেন এগরা ১ ব্লকের ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে। গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন। তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে কাজ করছেন। এই রাস্তাটি দিয়ে রামনগর ১ ব্লকের মীরগোদা গঞ্জ থেকে এগরা ১ ব্লকের চাটলা এলাকার প্রায় সাত-আটটি গ্রামের মানুষ যাতায়াত করেন। প্রচন্ড বৃষ্টিতে রাস্তার পাসের মাটিতে ধস নেমেছে। যেকোনো মুহূর্তে রাস্তা ভেঙে গিয়ে পুকুরের জলে চলে যেতে পারে। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহুবার এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এই বুথ বিজেপি জেতার জন্য ব্লক প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির বিরোধীদলনেতা নিজের টাকায় গার্ডওয়াল তৈরীর উদ্যোগ নিলেন। তবে এলাকাবাসী তাপসবাবুর এই মানবিক কাজকে সাধুবাদও জানিয়েছেন। কিন্তু এ প্রসঙ্গে এগরা ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, কে কোথায় মন্দির, মসজিদ করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। পঞ্চায়েত সমিতির তার একটা নির্দিষ্ট নিয়মে চলে যদি কারুর কোনো দাবী বা অভিযোগ থাকে সেটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতিতে এসে জানাতে হবে।