বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন।

0
23

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৬ আগস্ট :- মালদার ভূতনির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি,সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় ছয় সেন্টিমিটার,যা হয়েছে ২৫.২০ মিটার।জারি রয়েছে হলুদ সতর্কতা।এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন। সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া,এছাড়াও উপস্থিত অতিরিক্ত জেলাশাসক,এসডিও সহ মানিকচকের ব্লকের বিডিও, আইসি, বিএমওএইচ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহসমস্ত আধিকারিকরা।পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান।ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি ভূতনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরের।