তুমি প্রত্যক্ষদর্শী অন্তরের
সব কথা জানো-
কতটা আকৃষ্ট তার প্রতি
তুমি তা জানো-
সেকি তা বোঝে?
না- সে বোঝে না করে ছলাকলা-
সে তো ভক্তির গ্রন্থ
নিপুন ভাবে করে কৌশল
যেদিন দেখবো তার মুখ
ঘুমন্ত অন্তর নিদ্রোত্থিত হবে!
উন্মুক্ত করো গো অন্তরের দ্বার,
দেখো যেন দ্বিখণ্ডিত করো না শঙ্কায়-
তুমি হবে তো বলো অপরাধী বন্দি করবো
হৃদয়ের কারাগারে!