চিরাচরিত প্রথা মেনে সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে মহা সমারোহে জন্মাষ্টমী ও নন্দোৎসব পালিত হচ্ছে।

0
17

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ চিরাচরিত প্রথা মেনে সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে মহা সমারোহে জন্মাষ্টমী ও নন্দোৎসব পালিত হচ্ছে। একই ছবি ‘দক্ষিণ বাঁকুড়ার স্বর্গোদ্যান’ হিসেবে পরিচিত তালডাংরার ভীমাড়া কেশাতড়া মহাকালেশ্বর শিব মন্দিরেও। শিলাবতী নদী তীরে এই মন্দির প্রাঙ্গনে রাধাকৃষ্ণ মন্দিরে মহাধূমধামে জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই অসংখ্য পূণ্যার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পুরাণ মতে, কংসের হাত থেকে প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে শ্রীবিষ্ণুর অষ্টম অবতাররুপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তবে কংসের হাত থেকে শিশু পুত্রকে রক্ষা করতে রাতের অন্ধকারে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি উপেক্ষা করে বাসুদেব তাকে নন্দ ঘোষের কাছে রেখে আসেন। নন্দ ঘোষের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মের পর দিনই আনন্দোৎসবে মেতে উঠেছিলেন গোকুলবাসী। যা নন্দোৎসব নামেই পরিচিত।