পিতার মৃত্যুর সার্টিফিকেট না পাওয়াতে জমি জায়গা নিয়ে সমস্যায় পরিবার,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যার সমাধান।

0
11

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পিতা মারা গিয়েছিলেন প্রায় ২০ বছর আগে। তার রেখে যাওয়া ভূসম্পত্তি ভাগ ও রেকর্ড জড়তে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁর ওয়ারিশ গনকে। অনেক চেষ্টা করেও এই মৃত্যু সার্টিফিকেট করতে বাধ্য হন মৃত শশাঙ্ক শেখর ডোগরার সন্তান খোকন চন্দ্র ডোগরা সহ অন্যান্য ওয়ারিশরা। অবশেষে তারা এসে হাজির হন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজার কাছে। তিনি ওই খোকন চন্দ্র ডোগরাকে ডিলে বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করেন। তারপর মেদিনীপুর মহকুমা শাসকের দপ্তর থেকে ওই ডেথ সার্টিফিকেট প্রস্তুতির অনুমতি মিললে সেই নামটির ভিত্তিতে গড়বেতা-৩ ব্লকের আমশোল -৩ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রার মৃত শশাঙ্ক শেখর ডোগরার মৃত্যু সার্টিফিকেট ইস্যু করেন। পিতার মৃত্যু সার্টিফিকেট হাতে পেয়ে তাঁর দীর্ঘদিনের সমস্যার সমাধান হল। এর জন্য তিনি কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।এদিকে ১৮ বছর ধরে পিতার মৃত্যু সার্টিফিকের করতে না পারায় খুবই সমস্যায় পড়েছিলেন ওই ব্লকেরই শ্যামপুর গ্রামের তারাপদ রায়। এর ফলে তার পিতা সুধীর চন্দ্র রায়ের ত্যাক্ত সম্পত্তির রেকর্ড করতে পাচ্ছিলেন না তাঁরা। অনুরূপভাবে তাদেরকেও সহযোগিতা করেন তিনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। তিনিও ওই সার্টিফিকেটটি হাতে পেয়ে খুব ই সন্তুষ্ট। তারাপদবাবু এজন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে।