মন : রাণু সরকার।

0
17

মনের ডানা থাকে কম বেশি সকলেই জানা
সে সবসময়ই চায় উড়তে এটাও নয় অজানা,
কখনো কখনো মনের বড্ড কষ্ট হয় উড়তে পারে
না বলে-

বাস্তবতার কারণে মন নিজেই তার ডানা
ভেঙে দেয়-
এই ডানা ভেঙে ফেলতে দুই মনের অনেক লড়াই
চলে অবশেষে একটি জেতে,

ভাগ্যিস বাস্তবতা ছিলো, তা না হলে মনের সম্মান হানি হতো,
যত্রতত্র যাওয়া আসা যা খুশি তাই করা এটা তো ভালো নয়- তাই তো এখানে একান্তই বাস্তবতার প্রয়োজন।