আর জি কর কান্ডে রাজ্যের মহিলা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে মহিলা কমিশনের চেয়ারপার্সনের কুশ পুতুল দাহ করে মালদায় জোরদার আন্দোলন।

0
103

নিজস্ব সংবাদদাতা, মালদা—আর জি কর কান্ডে রাজ্যের মহিলা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে মহিলা কমিশনের চেয়ারপার্সনের কুশ পুতুল দাহ করে মালদায় জোরদার আন্দোলন। আন্দোলন করলেন এবিভিপির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে মালদা জেলাশাসকের দপ্তর ঘেরাও-অভিযান কর্মসূচি পালন করলেন বুধবার। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক এবিভিপি-র। আরজিকর ইস্যুতে আজ মালদহের জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি থেকে এমনই ডাক নেতৃত্বের। রাজ্য মহিলা কমিশনকে নিখোঁজ মহিলা কমিশন, ভাতা কমিশন বলেও কটাক্ষ আন্দোলনকারীদের। আজ মালদহের জেলাশাসকের দপ্তর চলো কর্মসূচির ডাক দেয় এবিভিপি। মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তর চত্বরে ঢোকার মূল দরজাতে তাঁদের আটকে দেয় পুলিশ বাহিনী। এরপর সেখানে বিক্ষোভ দেখিয়ে ও পায়রা উড়িয়ে প্রতিবাদ জানানো হয়। সিভিক ভলান্টিয়ারদেরকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী নেতৃত্ব। কমিশনের চেয়ারপারসনের প্রতিকি কুশপতুল পোড়ানো হয়।