বৃহস্পতিবার দুপুরে বরিদা প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলো বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসী।

0
13

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-  গত বুধবার বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষকদের মারধরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল এলাকা। সেই ঘটনার পরিপেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বরিদা প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলো বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসী। প্রসঙ্গত, বুধবার ঐ স্কুলে বনধ সফল করতে বিজেপি কর্মীরা স্কুলে গিয়ে স্কুল বন্ধ করার অনুরোধ জানায়। কিন্তু স্কুল শুরু হয়ে যাওয়ায় আর বন্ধ করা সম্ভব নয় বলে জানানো হয় স্কুলের পক্ষ থেকে। তার কিছুক্ষণ পরেই আশীষ সাউ নামের এক তৃণমূল নেতা ও স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য প্রায় ২৫ জন দুষ্কৃতী নিয়ে স্কুলে পৌঁছায়। কোন কোন বিজেপি কর্মী স্কুলে এসে স্কুল বন্ধ করার দাবী জানিয়েছিল তা জানতে চাইলে স্কুলের পার্শ শিক্ষক সুব্রত দাস নাম বলতে অস্বীকার করলে তার উপর চড়াও হয়ে বেধাড়ক মারধর করে ঐ অভিযুক্ত তৃণমূল নেতা ও তার অনুগামীরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় স্কুলের শিক্ষকরা। বৃহস্পতিবার শিক্ষকরা স্কুলে গেলে স্থানীয় অভিভাবকেরা স্কুলে এসে তালা ঝুলিয়ে দেয়। অভিভাবকদের অভিযোগ যদি স্কুল চলাকালীন শিক্ষকদের উপর হামলা হতে পারে তাহলে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা কোথায়!! যতদিন না দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এই স্কুল বন্ধ থাকবে। পুলিশ প্রশাসনকে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে দাবী তুলেন এলাকাবাসী। তবে প্রধান শিক্ষক এলাকাবাসীর কাছে ২ দিন সময় চেয়ে নেন। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর স্কুলের গেটে তালা খুলে দেওয়া হয়। এগরা থানার পক্ষ থেকে ২ জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। তবে এই বিষয়ে এগরা উত্তর চক্রের এস আই সুব্রত দে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।