শাবক হাতিকে প্রাণে বাঁচিয়ে নজির তৈরি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

0
23

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শাবক হাতিকে প্রাণে বাঁচিয়ে নজির তৈরি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বুধবার সেই প্রয়াসের কথা গর্ব করে প্রকাশ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীতে একটি হাতির শাবককে ভেসে যেতে দেখেন বনকর্মীরা। আশ পাশে মা হাতি বা কোন হাতির পাল ছিল না। খরস্রোতা তোর্সা থেকে শাবক হাতিকে উদ্ধার করে পিলখানায় নিয়ে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। শখ করে বন দপ্তর সেই হাতির নাম দেয় বীর। দুধের শাবক হাতিকে পিলখানায় এনে ফিডিং বোতলে ল্যাকটোজেন খাওয়াতে শুরু করেন বনকর্মীরা। ধীরে ধীরে একটি বাচ্চা শিশুর মতোই আদর যত্নে বড় হতে থাকে ‘বীর’। এখন বীরের বয়স চার বছর। তবে সেদিনের বীর আর আজকের বীরের চেহারায় পার্থক্য অনেক।