সোনামুখীর বি জে হাইস্কুলে পশ্চিমবঙ্গ সরকার শ্রমদপ্তর জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ‘কেরিয়ার টক’ নামে জীবিকা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0
13

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার সোনামুখীর বি জে হাইস্কুলে পশ্চিমবঙ্গ সরকার শ্রমদপ্তর জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ‘কেরিয়ার টক’ নামে জীবিকা বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাতে অংশ নিয়েছিল ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই কর্মশালার আয়োজক ছিল বিষ্ণুপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডাইরেক্টর বলেন ‘আমাদের এই কেরিয়ার টক কর্মসূচির উদ্দেশ্য ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে কী পদক্ষেপ নিলে তাদের চাকরি বা ব্যবসায় সুবিধা হতে পারে। তাছাড়াও চাকরি পাওয়ার ক্ষেত্রে সরকারি যে সব ইনফরমেশন রয়েছে সেগুলি তাদের জানানো হয়েছে। এই ইনফরমেশন গুলো ছাত্রছাত্রীরা যদি ঠিকমতো লক্ষ্য রেখে চলে তাহলে সরকারি চাকরিই হোক বা ব্যবসা সব ক্ষেত্রেই তাঁরা উপকৃত হবে। সোজা কথায় লেখাপড়া শেষে কর্মজীবনে প্রবেশ করার জন্য একটা গাইড লাইন তাঁদের দেওয়া হলো। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রেও সরকারি ইনফরমেশনগুলো ওদের অনেক সহজভাবে চাকরির সহায়ক হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলগুলোতে এই কেরিয়ার টক কর্মসূচি চালাচ্ছি। এতে ছাত্রছাত্রীরা অনেকেই উপকৃত হচ্ছে’।