আবারো বড়সড় ভাঙ্গন কংগ্রেসে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ ৭ জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

0
18

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  আবারো বড়সড় ভাঙ্গন কংগ্রেসে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ ৭ জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।কালিয়াচকের ব্লক সভাপতি শারিউল শেখ এর নেতৃত্বে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ, কালিয়াচকের ব্লক সভাপতি শারিউল শেখ সহ কালিয়াচক ১ ব্লকের দলীয় নেতৃত্বরা। এদিন সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা খাতুন সহ কংগ্রেস দলের ৬ জন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থেকেই তৃণমূলে যোগদান করেন। তার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিপিএম দলের আরো একজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন। যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের গলায় মালা পড়িয়ে এবং দলীয় ঝান্ডা হাতে তুলে স্বাগত জানান তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। দলীয় সূত্রে জানা গিয়েছে, সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১টি। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ৫টি আসন, ১টি পেয়েছিল সিপিএম, বাকি ছিল কংগ্রেসের দখলে । ফলে বিগত দিনে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল কংগ্রেস। কিন্তু পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কোনরকম যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ দলত্যাগী কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হতেই এদিন কংগ্রেস দলের ৬ জন পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ মোট সাতজন তৃণমূলে যোগদান করেন।