পূর্ব মেদিনীপুর, রামনগর, নিজস্ব সংবাদদাতাঃ :- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পার্শ্ববর্তী রামনগর কলেজে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কান্ডে দোষীর শাস্তির দাবিতে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজ গুলোতে ছাত্র পরিষদের তরফ থেকে আরজিকোর কান্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল, সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা। এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি.কর। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, রামনগর কলেজের ছাত্র নেতা সহ এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর ২ ব্লক যুব তৃণমূল সভাপতি অনুপ মাইতি, শেখ মৈদুল, জইরুল ইসলাম, জাভেদ খান, চন্দন পুলাই, বিশ্বরঞ্জন মিশ্র, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি। এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজগেটে জড়ো হয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিল শুরু করে। সারারাত জুড়ে কলেজের ছাত্র-ছাত্রীরা আজ নেমেছে পথে। দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় উঠছে ছাত্র-ছাত্রীদের।