নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ অগাস্ট:- নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে কাঞ্চন সারদা (৬৯) ও কাজের মাসি বাড়িতে ছিলেন। সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে। কাঁসা, পিতল, সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে। প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুড়ি পরিষ্কার করে দেখানোর কথা বলে। পাউডার ভরতি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা। পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায়। কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুড়ি রয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।