মালদা তে পাট বোঝাই একটি ম্যাটাডোর ভ্যান উল্টে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত থাকলো উত্তর-পূর্ব সীমান্ত রেলের সামসীতে ।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ আগস্ট:-  মালদা তে পাট বোঝাই একটি ম্যাটাডোর ভ্যান উল্টে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত থাকলো উত্তর-পূর্ব সীমান্ত রেলের সামসীতে । বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে সামসী এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট বোঝাই একটি ম্যাটাডোর ভ্যান পাট নিয়ে রতনপুর হাটের দিকে যাচ্ছিল। এমন সময় রেলগেট ক্রস করার মুহূর্তে রাস্তার গর্তে চাকা পড়ে পেছন দিকটি গাড়ির বসে যায় এবং সামনের দিকটি মাটি থেকে দশ ফুট উঁচুতে উঠে যায়। এই দুর্ঘটনার দরুন প্রায় ২৫ মিনিট ধরে স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকে তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং আরো দুই একটি ট্রেন। স্টেশনের ম্যানেজার মনোজ কুমার ঠাকুর জানিয়েছেন, ম্যাটাডোরটিকে উদ্ধার করে সামসি আরপিএফ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রেলগেটে এবড়োখেবড়ো ঢালাই রাস্তা এবং গর্ত থাকার দরুন গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসিন্দাদের তরফে একটি ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের হলেও তা এখনো পূরণ হয়নি ।