আরজিকরের ঘটনার অভিনব প্রতিবাদ জানালো নন্দীগ্রামের হবিচকের বাসিন্দা পটচিত্র শিল্পী আবেদ চিত্রকর ও সায়রা চিত্রকর।

0
12

নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে নেমেছে। আরজিকরের এই ঘটনার অভিনব প্রতিবাদ জানালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের হবিচকের বাসিন্দা পটচিত্র শিল্পী আবেদ চিত্রকর ও সায়রা চিত্রকর। পটচিত্র এঁকে গানের মধ্য দিয়ে আরজিকরের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন। এই চিত্রকর দম্পতি করোনা সময় মানুষকে সচেতন করতে গান বেধে ছিলেন। পটচিত্রের মধ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং সমাজের পাশে থাকেন আবেদবাবু ও তার স্ত্রী। আরজিকরের ঘটনা তাদের মনকে নাড়া দিয়েছে। আবেদ চিত্রকর বলেন, সমাজ একজন সুচিকিৎসককে হারিয়েছে। দেশের সম্পদ ছিলেন তিনি। যারা এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি হোক। সায়রা চিত্রকর বলেন, আর জি করের ঘটনা খুবই মর্মান্তিক, আমরা দেশের এক সম্পদকে হারিয়েছি। পটচিত্রের গানের মধ্য দিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। যারা ঐ বোনটির উপর অত্যাচার করেছে তাদের শাস্তি হোক। তার রাজ্য সরকারের কাছে আবেদন নারীরা যাতে নিরাপত্তা পায়। আরেক পটচিত্র শিল্পী আলো চিত্রকর বলেন, বর্তমান সমাজে নারী সুরক্ষা নেই। আর জি করে যে ধিক্কার জনক ঘটনাটি হয়েছে যারা যারা দোষী তাদের যেন শাস্তি হয় পটচিত্রের মধ্য দিয়ে সেটাই তুলে ধরা হয়েছে।