আর জি করের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।

0
11

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আর জি করের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেরাজ্যের বিভিন্ন জায়গায় করা হচ্ছে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি আজ বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি করের ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং নান্দুরে আদিবাসী তরুণীর হত্যার দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার ও বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পানের নেতৃত্বে এই মিছিল বৈকুণ্ঠপুর এক অঞ্চলের জোতরাম থেকে শুরু হয়ে বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের নান্দুর ঝাপানতলা শেষ হয় এবং সেখানেই করা হয় অবস্থান-বিক্ষোভ। আজ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের নেতা দেবু টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহ-সভাপতি দেব দ্বীপ রায়, বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, বৈকুন্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।