দোষিদের শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মৃত বাউন্সারের এলাকার লোকেরা।

0
19

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চারিদিকে আর জি করের শাস্তির দাবিতে সরব সকলে। অথচ আলিপুরদুয়ারে বাউন্সার খুনে ধৃতদের শাস্তি হচ্ছে না। দোষিদের শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মৃত বাউন্সারের এলাকার লোকেরা। প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ। এদিন মৃত বাউন্সারের ছবি সহ ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ফেস্টুন নিয়ে জেলা আদালত চত্বরে বিক্ষোভ দেখান বাউন্সারের এলাকার লোকেরা। এই বিক্ষোভে সামিল হয়েছেন মৃত বাউন্সারের মা ও পরিবারের সদস্যরা। এই বিক্ষোভে ছেলের হতাকারীর শাস্তি চেয়ে সামিল হয়েছিলেন মৃত বাউন্সারের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, আমরা খুনির যাবজ্জীবন অথবা মৃত্যু দন্ড চাই। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সকাল নিমতি থানার গরম ব্রিজের কাছে জাতীয় সড়কের ধারে বাউন্সার গৌরব মুখোপাধ্যায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন গৌরবের পাড়ার লোকেরা। পরে জানা যায় আগের দিন দিন রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে। এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখায় মৃত গৌরবের পরিবারের লোকেরা।