এবার চোরাই মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা; মালদা:- এবার চোরাই মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানীর একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সোহেল হক, বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। এবং অপরজনের নাম মহম্মদ আজিজুর রহমান, বাড়ি কালিয়াচকের খাস চাঁদপুর এলাকায়। মঙ্গলবার রাতে তারা বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় জিরো পয়েন্টের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানীর ২৫টি চোরাই মোবাইল। যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকা। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা কোথা থেকে এতগুলি চোরাই মোবাইল পেল, কোথায়, কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।