কারখানা উদ্বোধনের পরের দিনই দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের।

0
32

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়ার মেজিয়ায় উদ্বোধনের পরই বড়সড় দুর্ঘটনা কারখানায়। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হলএক ঠিকা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শিবরাম পরিমানিক। তিনি শালতোড়ার কেচকা গ্রামের বাসিন্দা। সূত্রের খবর রবিবার দুপুরে বাঁকুড়ার মেজিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় ব্লিচিং ইউনিটে কাজ করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঐ ঠিকা শ্রমিক। আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোলের একটি হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর কারখানা উদ্বোধনের পরের দিনেই বড়সড় দুর্ঘটনা নিয়ে শ্রমিক সুরক্ষার বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া উঠে আসেনি। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি সঠিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের চাকরির দাবি করেছেন, পাশাপাশি উপযুক্ত শ্রমিক সুরক্ষার দাবী তুলেছেন। এই
ঘটনার পর কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান শালতোলার বিজেপি বিধায়ক চন্দন বাউরী।