তুলির আঁচড়ে কবিতায় আর গানে প্রতিবাদ করলেন সোনামুখীর শিল্পীরা।

0
11

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বিপ্লব এবং প্রতিবাদের আদিম ভাষা হল শিল্প এবং সংস্কৃতি।শিল্পের মাধ্যমে বড় বড় ঐতিহাসিক আন্দোলনের মোড় ঘুরে গেছে বহুবার। প্রতিবাদের ভাষায় বার বার দেখা গেছে শিল্পকে।আজ রবিবার বাঁকুড়ার সোনামুখী শিল্পী সমন্বয় কমিটির উদ্যোগে সোনামুখী বি জে হাইস্কুলে প্রতিবাদে প্রতিরোধে আরজিকর কর্মসূচিতে তিন বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন প্রতিবাদী মানুষের উপস্থিতি। প্রায় শতাধিক মানুষ সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার তুলির আঁচড়ে তার কবিতায় তার গানে প্রতিবাদ করলেন সোনামুখীর শিল্পীরা। বিচার চেয়ে প্রতীকি ছবি এঁকে, গান গেয়ে চেয়ে নিলেন জাস্টিস। জাতীয় সংগীত গেয়ে শুরু আর শেষ হয় পথেই এবার নামো সাথী সংগীতের মধ্য দিয়ে।