প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সমাপ্ত করা হবে, কিন্তু কোথায় কি?

0
27

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগে বহু ঘটা করে বালুরঘাট স্টেশন কে অমৃত ভারত স্টেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কথা দিয়েছিলেন যে বালুরঘাট স্টেশন কে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হবে। সেই অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি রেলমন্ত্রক থেকে বালুরঘাট স্টেশন কে অমৃত ভারত স্টেশন করার কথা ঘোষণা করা হয়েছিল। কাজও শুরু হয়েছিল পুরোদমে। এমনকি লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজে রেলের আদলে একটি রেপ্লিকা রেল বানিয়ে জনগণের মধ্যে প্রচার করেছিলেন।তার সেই প্রচারের ফল হয়েছিল তারই স্বপক্ষে।সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন। তিনি সাংসদ হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সমাপ্ত করা হবে। কিন্তু কোথায় কি? লোকসভা ভোটের ফল ঘোষণা হবার পর থেকে বর্তমানে অমৃত ভারত স্টেশনের কাজে বন্ধ। কেবলমাত্র স্টেশন সংলগ্ন রাস্তা চওড়া করার জন্য প্রায় ৮৪০ টা আকাশমণি গাছ কাটা হয়েছিল এবং বালুরঘাট স্টেশনে এস্কেলেটর বসানোর জন্য কতগুলি পিলার বসানো হয়। এছাড়া চলছিল সিক লাইন ও পিট লাইনের কাজ। কিন্তু গত প্রায় দুমাস ধরে সমস্ত কাজ বন্ধ রয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে বর্ষাকালের জন্য এই কাজ করা যাচ্ছে না। বর্ষাকাল পেরিয়ে গেলে এই কাজ আবার পুনরায় শুরু করা হবে। কিন্তু ঠিক কি কারণে রেলের এই কাজ বন্ধ হয়েছে তার সদুত্তর রেলের কর্তারা দিতে পারেননি। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাটবাসীদের মধ্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অবিলম্বে যাতে এই বন্ধ কাজ পুনরায় শুরু হয় তার জন্য সওয়াল করেছেন।
বালুরঘাটের স্কুল শিক্ষিকা সাবিত্রী রজক বলেন, ‘আপনাদের মুখ থেকে জানতে পারলাম যে অমৃত ভারত স্টেশনের কাজ বন্ধ হয়ে আছে। অবিলম্বে এই কাজ শুরু করা উচিত। বালুরঘাটে অমৃত ভারত স্টেশন হলে বালুরঘাটের গুরুত্ব বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের বাইরে যখন আমরা যাই তখন বালুরঘাটের নাম বিশেষ কেউ জানে না। এখন যদি অমৃত ভারত স্টেশন বালুরঘাটে হয় তাহলে যেমন বালুরঘাটের নাম দেশের লোকেরা জানতে পারবে তেমনি এই স্টেশনে বিভিন্ন সুযোগ সুবিধাও পাওয়া যাবে। যাত্রী স্বাচ্ছন্দ বহুগুণ বাড়বে।’
দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, ‘লোকসভা ইলেকশনের আগে আমরা প্রথমে সারা ভারতে ৩৯ টি স্টেশন কে অমৃত ভারত স্টেশনের আওতায় আনার কথা শুনেছিলাম। তখন বালুরঘাটের নাম এই তালিকায় ছিল না। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পরে রেলমন্ত্রীকে দিয়ে বালুরঘাটের নাম অমৃত ভারত স্টেশনের আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কোন রকম বাজেট বরাদ্দ হয়নি। তাই যখন লোকসভা ইলেকশনের আগে তড়িঘড়ি এই স্টেশনের কাজ শুরু হয়েছিল তখন আমরা আশঙ্কা করেছিলাম লোকসভা ভোট মিটে গেলেই এই স্টেশনের কাজ বন্ধ হয়ে যাবে। আমাদের আশঙ্কাই সত্যি হলো। বিজেপি শুধু লোকের সাথে প্রতারণা করতে পারে। বিজেপির দ্বারা কোনো রকম উন্নয়ন সম্ভব না।’
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন, ‘অমৃত ভারত স্টেশনের কাজ সময় মত শেষ হবে। তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে যে অমৃত ভারত স্টেশনের কাজ বালুরঘাটে আর হবে না সে কথা ঠিক নয়।’