পূর্ব মেদিনীপুর, এগরা, নিজস্ব সংবাদদাতা : – বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদিতে বিজেপির পথ অবরোধ চলাকালীন বিজেপির ডাকা বন্ধ এর বিরোধিতায় বিজেপির মুখোমুখি তৃণমূল কর্মী সমর্থকেরা। রামনগর – এগরা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি এবং তৃণমূলের মুখোমুখি চলে স্লোগান। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কুদি বাজারে এগরা- রামনগর রাজ্য সড়কের ওপর। পরিস্থিতি সামাল দিতে এগরা থানার আইসি অরুন খাঁর নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজেপি এবং তৃণমূলের মিছিল মুখোমুখি এগরায়, একে অপরের বিরুদ্ধে স্লোগান।
