বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মাধ্যমে সুস্থ পরিবেশ গঠনে তরুনোদয় ফাউন্ডেশন।

0
13

‌ ‌অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- ২০২০ সালে অতি মহামারীর সময়ে বিশ্বব্যাপী সংকট কালীন পরিস্থিতিতে গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভা – র কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয় যে, সমাজের যেখানেই অসংগতি, যেখানেই অবনমন, যেখানেই সমস্যা সেখানেই প্রতিবাদ,উদ্ধার ও সংস্কারের কার্য্যে সরাসরি হস্তক্ষেপ কর কাজ করবে। ২০২০ সালেই কয়েকজন শিক্ষার্থী সমাজসেবার লক্ষ্যে গঠন করেন ‘ তরুনোদয় ফাউন্ডেশন ‘ নামে একটি সংগঠন।স্বল্প বয়সের কাঁচা অভিজ্ঞতা, কিন্তু অন্তরে ছিল অদম্য ইচ্ছাশক্তি। সেই ইচ্ছা শক্তিকে পাথেয় করে শিক্ষার উন্নতি, মনুষ্যত্বের বিকাশ ও মানুষের সেবা কে হাতিয়ার করে সংস্কারের পথে ক্রমশ আগিয়ে চলছে। বহু প্রতিকূলতার পর্বতের শিখরকে এক এক করে লঙ্ঘন করে গ্ৰামীণ হাওড়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন গুলির মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে পরিচিত লাভ করেছে। ‘তরুনোদয় ফাউন্ডেশন ‘। ‘তরুনোদয় ফাউন্ডেশন’ ,যার কর্ম আর ধর্ম হল সুশিক্ষা, মানুষের সেবা তথা সমাজের ও দেশের উন্নতি। এই ফাউন্ডেশন এর বহুমুখী কর্মসূচি যা পালন করে চলেছে তা হল ১/ রাজাপুর মায়া ( ইট ) ভাটা – য় একশ জন নিরক্ষর শিশুকে সারা বছর ধরে শিক্ষা প্রদান, পুষ্টিকর খাদ্য প্রদান,বস্ত্র প্রদান। সেই সঙ্গে বিশেষ দিন হিসাবে শিশু ও অভিভাবক – অভিভাবকদের জম্ম দিন পালন, অভিভাবক – অভিভাবকদের বিবাহ বার্ষিকী পালন,পিতা – মাতার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।২/ বৎসরে যে দিনগুলিতে বকপোতা ব্রীজ সহ উদয়নারায়ণপুরের বিভিন্ন স্থানে যে সমস্ত জায়গায় বনভোজন (ফিস্টি) করতে যারা আসেন,তারা যে প্লাস্টিক জাতীয় সামগ্ৰী যেমন থালা,বাটি, গ্লাস, জলের বোতল,থার্মোকল এর থালা,বাটি ব্যবহার করার জন্য নিয়ে আসেন, তাদের থেকে সেই গুলি সংগ্ৰহ করে তার পরিবর্তে বিনামূল্যে কাগজের পাতা,গ্লাস,বাটি,শালপাতার থালা, বাটি,মাটির গ্লাস দেওয়া হয়। পরিবেশ দূষণ রোধে মানুষকে সচেতন করার বার্তা – র এই উদ্যোগ ও কর্মসূচি চার বছর ধরে পালন করে চলেছে।৩/ সমাজের যে সমস্ত শিশু আজ ও ক্ষুধার্ত তাদের পাশে ‘ তরুনোদয় ফাউন্ডেশন ‘ এর সদস্য – সদস্যরা পাশে থাকার চেষ্টা করে চলেছে নিরন্তর। তাদের পুষ্টিকর খাদ্য বিতরণ ও বস্ত্র বিতরণ এর অগ্ৰসর হয়েছে।৪/ বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তিবর্গ কিন্তু অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে ‘ তরুনোদয় ফাউন্ডেশন ‘ এর সদস্য – সদস্যরা সহৃদয় মানুষজনের কাছে ছুটে গিয়ে অর্থ সংগ্রহ করে বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তিবর্গ – র পরিবারের সদস্যদের হাতে সেই অর্থ তুলে দেন।এখন ও পর্যন্ত এই ফাউন্ডেশন চোদ্দো জন বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তিবর্গ -র পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছে।৫/ হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ – র সহযোগিতায় তরুনোদয় ফাউন্ডেশন সাথি সংগঠন হিসাবে মুখ্য ভূমিকা পালন করে চলেছে। ইতিমধ্যেই এই ফাউন্ডেশন এর সদস্য -সদস্যারা একাধিক বন্যপ্রাণী সংগ্ৰহ করে তার সুচিকিৎসা করে পুনরায় তাকে তার স্ব বাসস্থানে ফিরিয়ে দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ এর পথকে নিশ্চিত করেছে। ৬/তরুনোদয় ফাউন্ডেশন সুস্থ সংস্কৃতির লক্ষ্যে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি সাংস্কৃতিক শিশু মেলা – র আয়োজন করে থাকে। এই শিশু মেলা – য় বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।৭/ মানবিকতা ও মূল্যবোধ অক্ষুন্ন রাখতে রাখি বন্ধন উৎসবকে হাতিয়ার করে চার বছরে পাঁচ হাজারের অধিক মানুষের সাথে মানবিকতা ও মূল্যবোধ ভাগ করে নিতে পেরেছে। তরুনোদয় ফাউন্ডেশন এর স্বপ্নের কর্মসূচি ” উদগম ” । এই ফাউন্ডেশনের বর্তমানে পঞ্চাশ জন সদস্য – সদস্যরা বিগত চার বছরের বাস্তব অভিজ্ঞতাকে পাথেয় করে এবং শিক্ষা নিয়ে ২০২৪ সালের ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস -কে সামনে রেখে ” উদগম ” কর্মসূচীর সূচনা করেছিল।এই কর্মসূচির লক্ষ্য ছিল উদয়নারায়ণপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে দেড়হাজার চারা গাছ দান করে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও তার পরিচর্যার পাঠ শিখিয়ে পরিবেশকে সবুজায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। ” উদগম ” এর পথ চলা দেড় হাজার শিশু শিক্ষার্থীর সহযোগিতায় দেড় হাজার শিশু শিক্ষার্থীর হাতে দেড় হাজার শিশু চারা গাছ তুলে দেওয়া হয়েছিল।দেড় হাজার শিশু শিক্ষার্থী দেড় হাজার চারা গাছ রোপণ করেছে ও তার পরিচর্যার কাজ ও করছে লেখাপড়ার পাশাপাশি। এই কর্মসূচিকে সফল করতে উদয়নারায়ণপুর এলাকার দশ টি বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা মুখ্য দায়িত্ব পালন করছেন। বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা – রা ঐ দেড় হাজার পড়ুয়াদের বলেছেন যে যে পড়ুয়া শিশু বৃক্ষ টির সঠিক ভাবে রোপণ ও পরিচর্যা করতে পারবে, সেই পড়ুয়া বিদ্যালয়ের ফরমেটিভ পরীক্ষায় বেশি নাম্বার পাবে।এত কিছু করার মূল লক্ষ্য হল একটি ছোট গাছ কে বড় করে পরিবেশে,সমাজে তা উপহার দেওয়া। ৫ ই জুন ২০২৪ এ শুরু হওয়া ” তরুনোদয় ফাউন্ডেশন ” এর স্বপ্নের কর্মসূচি ” উদগম ” এর পরিসমাপ্তি অনুষ্ঠান ” তরুনোদয় ফাউন্ডেশন” এর কার্যালয় (মিশন চরৈবেতি স্কুল) এ অনুষ্ঠিত হল। সেই উপলক্ষে সম্বর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হল।দু ‘ মাস ধরে চলা এই দীর্ঘ কর্মসূচিতে অংশগ্রহণকারী মিশন বিবেকানন্দ চরৈবেতি স্কুল, রাজাপুর লিটিল স্টার কে জি স্কুল, সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়, উদয়নারায়ণপুর সারদা চরণ ইনস্টিটিউশন,কানসোনা নিউ সেট আপ আপার প্রাইমারী স্কুল,কানসোনা প্রাথমিক বিদ্যা নিকেতন, চিলড্রেন প্যারাডাইস ইংলিশ মিডিয়াম প্রাইমারী স্কুল,কুড়চি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়,হোদল পঞ্চাননতলা প্রাথমিক বিদ্যালয়,জয়নগর কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল – কে পুষ্পস্তবক, মেমেন্টো, শংসাপত্র ও একটি করে বৃক্ষ দিয়ে সংবর্ধিত করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় ‘ ক’ বিভাগে আঠারো জন ও ‘ খ ‘ বিভাগে চোদ্দো জন প্রতিযোগীর প্রত্যেকের হাতে একটি করে শিশু বৃক্ষ তুলে দেওয়া হয়।বসে আঁকো প্রতিযোগিতায় ” ক” বিভাগে যেমন খুশি আঁকো – য় ধীমান পোড়েল,সোহা পাঁজা,মোহৎ নাড়া,সৃজিতা কাঁড়ার যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হন।” খ ” বিভাগে বিশ্ব উষ্ণায়ন ও বনসৃজন আঁকো প্রতিযোগিতায় আয়ুশ্রী হাইত,হিমঘ্ন দোলুই,রিক মন্ডল,শিবস সামন্ত যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ও চতুর্থ স্থান অর্জন করে।সফল স্থানাধিকারীদের পুষ্পস্তবক, মেমেন্টো, ও শংসাপত্র দিয়ে পুরষ্কৃত করা হয়। এই উপলক্ষে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া ( হুগলি) প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহনলাল বর,সন্তু পাঠক, প্রদীপ পাল ,উদয় পরামানিক, সংগঠনের সভাপতি তুষার পাঠক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারাদিন ব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন রণজিৎ দেঁড়ে।