ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মরণে রবিবার জটেশ্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হল সৃজন সাহিত্য পত্রিকা।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ৩ নং লোকাল কমিটি ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মরণে রবিবার জটেশ্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হল সৃজন সাহিত্য পত্রিকা। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল সমগ্র জটেশ্বর এলাকা পরিক্রমা করে।
সংশ্লিষ্ট সংগঠনের তরফে জানা গিয়েছে, ওই সংগঠনের পক্ষ থেকে সৃজন সাহিত্য পত্রিকা নামে একটি পত্রিকা অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া আর, জি কর কাণ্ডের বিরুদ্ধে এবং নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়।