মুখ্যমন্ত্রীর পদত্যাগ শ্লোগান তুলে বামপন্থী কৃষক সংগঠনের উদ্দোগে বালুরঘাটে মহকুমাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ।

0
16

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ২৮ আগষ্ট – দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ শ্লোগান তুলে বামপন্থী কৃষক সংগঠনের উদ্দোগে বালুরঘাটে মহকুমাশাসকের দপ্তর ঘেরাও করে কৃষকদের তেরো দফা ন্যায্য দাবিতে এবং সম্প্রতি ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করে ডেপুটেশন দেওয়া হলো। বুধবার দুপুরে প্রখর রোদ্র উপেক্ষা করে সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে বালুরঘাটের শ্রমিক কৃষক ভবন থেকে মিছিল শুরু হয়। মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে মহকুমা দপ্তরের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ সমাবেশ করে। এদিন বিক্ষোভ সমাবেশে সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সকিরদ্দিন আহমেদ বলেন কেন্দ্র সরকারের প্রত্যক্ষ মদতে কর্পোরেটদের কাছে কৃষকদের বিক্রি করে দেওয়া হচ্ছে। তিনি বলেন কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেনা। রাজ্য ও কেন্দ্র সরকার সারের কালোবাজারি বন্ধ করতে পারেনি। এদিন কৃষক নেতৃত্ব বলেন সম্প্রতি ঘটে যাওয়া রাজ্য জুড়ে অনেকগুলি ধর্ষণের ঘটনার পরও ধর্ষকরা গ্রেফতার হয়নি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত মহিলাগন আর জি করের ঘটনায় শ্লোগান তুলে মুহুর্মুহু ধিক্কার জানায় রাজ্য সরকারকে । এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সকিরদ্দিন আহমেদ, সুব্রত সরকার, সাহাজান সর্দার, সুব্রত দাস, অসিম সরকার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন কৃষক নেতা অমিত সরকার।