যাত্রী নিয়ে নৌকা পার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শ এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির।

0
15

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকা পার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শ এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির। জানা গেছে, মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী। বাড়ি ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনীর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনী ব্রীজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চন্ডীপুরের খোশবোরটোলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোর করে। কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে একপ্রকার জোরাজুরি করে ভুতনী ব্রীজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রীজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শংকরটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনভাবে বিদ্যুতের এগারো হাজার ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এন.ডি.আর.এফ-এর টিম ঘটনাস্থলে ছুটে যায়। এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিং-এর নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা।