সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে বালি মাফিয়াদের বালি খনন।

0
32

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে বালি মাফিয়াদের বালি খনন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে বালি ছেড়ে ট্রাক্টর নিয়ে পালালো চালক!। সংবাদ মাধ্যম কে এক প্রকার ভয় পেয়েছে বলে জানা যায়। এদিন আমাদের ক্যামেরায় ঠিক এমনি ছবি ধরা পড়লো। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলায় চার টি নদী। তবে নদী গুলোয় চলছে বালি মাফিয়াদের বালি খনন। যার জেরে ক্ষতির মুখে পড়ছে নদী গুলি। এদিন লক্ষ করা গেলো আত্রেয়ী নদীর উপর চলছে অবৈধ ভাবে বালি খনন। নদীর মাঝ খান থেকে নৌকা করে বালি বের করা হচ্ছে পাশাপাশি চলছে ট্রাক্টর করে বালি খনন করে তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। এই বালি খনন জেরে নদীর ক্ষতি হচ্ছে, নদীর দিক বদলে যাচ্ছে। নদী নিজের গতি পথ হারিয়ে ফেলছে পাশাপাশি ক্ষতি হচ্ছে নদীর জীব বৈচিত্র্যের। ভূমি সংস্কার দপ্তরে অতি দ্রুত জানানোর দাবি জানিয়েছেন পরিবেশ বিধ তুহিন শুভ্র মন্ডল। কবে নিজ গতিতে ফিরবে নদী পাশাপাশি পরিস্থিতি কবে সাভাবিক হবে এখন সেই দিকেই তাকিয়ে পরিবেশ বিদ থেকে সাধারণ। এই বিষয়ে তুহিন বাবু জানান “এটি নিত্য দিনের সমস্যা হয় দাঁড়িয়েছে, বালি মাফিয়ারা প্রতি নিহত নদীর বুক থেকে বালি খনন করে চলেছে। যা চূড়ান্ত পরিমাণে ক্ষতি করছে নদীর। নদীর জীববৈচিত্র্যের চূড়ান্ত পরিমাণে ক্ষতি হচ্ছে। অতি শীঘ্রহি বিষয় টা ভূমি সংস্কার দপ্তরকে জানানো।”