হলদিয়া আরবান কো-অপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে শাসক দল তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠনে এগিয়ে।

0
18

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার সকাল থেকে ভোট শুরু লড়াই তৃণমূল বনাম তৃণমূল। কোথায় ও তৃণমূল বনাম বামপন্থী। তবে ইতি মধ্যে হলদিয়া আরবান কো-অপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে শাসক দল তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠনে এগিয়ে রয়েছে। তবে বোর্ড গঠনে ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়েও এখন শাসক দলের বৈঠকে ঠিক হবে। তবে উদ্বেগ রয়েছে। এই মোট ছটি জোন ৩৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। তার মধ্যে ১২ জন ডাইরেক্টর নির্বাচন হবে।
সুভাষ খাটুয়া, বিজেপি মনোনীত প্রার্থী, হলদিয়া আরবান কো-অপারেটিভ বলেন, বিজেপি সমর্থিত প্রার্থীরা আটটা আসনের মধ্যে চারটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে।শাসকদলের চোখ রাঙানী, ও ভয় দেখানোর কথা বলছে বিজেপি।